ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ জন আটক, ৪২ বোতল ফেনসিডিল ও ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো ১।মোঃ নাজির (৪৫) , পিতা-মৃত হাকিম শেখ, সাং-বেগমপুর, থানা ও জেলা-চুয়াডাঙ্গা ২।মোঃ রেজাউল করিম মিন্টু (৩৫),পিতা- মোঃ সামছুল আলম,সাং- কলাবাগান,থানা ও জেলা ঝিনাইদহ ৩। মোঃ শহিদ মন্ডল,পিতা- মৃত ছোরমান মন্ডল,সাং- ছোট হৈবাতপর,থানা- কোতয়ালী,জেলা- যশোর। তাদেরকে ৪২ (বিয়াল্লিশ) বোতল ফেন্সিডিল ও ৭৫০ (সাতশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ আটক করে ডিবি পুলিশ ।

