আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বর্নাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অর্থ মন্ত্রণালয়ের উদ্যেগে শনিবার (১১ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুর্ণরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্তরে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সহ-সভাপতি বাকি বিল্লাহ প্রমূখ।