মেহের আমজাদ,মেহেরপুর-
মোটর সাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে আহত হয়েছে।আহতদের মধ্যে মা রুপালি খাতুনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে এবং ছেলে ফয়সালকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। গত শনিবার (১১-০১-২০২০) রাতে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের সার্থক আলী তার স্ত্রী রুপালী এবং ছেলে ফয়সালকে নিয়ে মোটরসাইকেল যোগে মেহেরপুর আসার পথে গোভিপুর গ্রামে বিপরীত দিক থেকে আাসা একটি আলগামনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে রুপালী ও তার ছেলে ফয়সাল আহত হয়।