এ,কে এম গিয়াসউদ্দিন ,ভোলা- ভোলা চরফ্যাশন জাটকা সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে চরমানিকা কোষ্টগার্ড।
সুত্র জানায় আউট পোষ্ট চরমানিকা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো.আলমগীর হোসেন এর নেতৃত্বে জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ লাখ মিটার জাল জব্দ করা হয়।
মঙ্গলবার সকাল ৯টা খেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এই জাল গুলো আটক করা হয়েছে। সাথে ১১ জেলেকে আটক করে দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়েছে।
ভ্র্যম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার আশিস কুমার ও মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, সাংবাদিক, জনপ্রতিনিধিদের উপস্থিথিতিতে জাল গুলো পুড়িয়ে দেয়া হয়।
৫লাখ মিটার কারেন্ট জাল যার মূল্য আনুমানিক মুল্য ১ কোটি ৮০ লাখ টাকা। আমাদের প্রতিবেদককে চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
নদীতে এখন আর জাটকা ও বিহুন্দিজাল থকবেনা বলেও ঘোষণা করে কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আলমগীর হোসেন বলেন, জালের সাথে ২টি ট্রলার জব্দ করা হয়।