ফরিদপুর শহরে কুমার নদ থেকে বৃদ্ধার ভাসমান মৃতদেহ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ১১, ২০২০

ফরিদপুর শহরে কুমার নদ থেকে বৃদ্ধার ভাসমান মৃতদেহ উদ্ধার


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরে কুমার নদ থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের চক্ বাজার শিবমন্দির এলাকার পিছনে কুমার নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনুমানিক ৬৫ বছর বয়স্ক ওই মৃতার পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। বৃদ্ধার পড়নে ছায়া, বøাউজ ও শীতের সোয়েটার পরিহিত ছিল। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের  জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, পরিচয় সনাক্তের জন্য মৃতার আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে। এ ছাপ পুলিশের ব্যার অফ ইনভেস্টিগেশন (পিবিআই) মাধ্যমে পরীক্ষা করে তার পরিচয় সনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, ভাসমান ভাবে উদ্ধার করা ওই মৃত্যু একদিন আগে ঘটে থাকতে পারে। তিনি বলেন সুরতহাল প্রতিবেদন বৃদ্ধার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।

Post Top Ad

Responsive Ads Here