সোহান মাহমুদ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের আমনুরার আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রবি হত্যা মামলা নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদি নিহত রবিউলের ছেলে মোঃ ফয়সাল আলি রিয়াদ। মঙ্গলবার দুপুরে সাপ্তাহিক সীমান্তের কাগজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে ফয়সাল আলি রিয়াদ অভিযোগ করে বলেন, গত ৫ ডিসেম্বর তার পিতা রবিউল ইসলাম রবিকে কুপিয়ে হত্যা করা হয়। এঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকেই একটি পক্ষ মামলাটি নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এরই অংশ হিসেবে তার সৎ চাচা মোঃ মনিরুল ইসলাম ও সৎ চাচাতো ভাই সোহাগ ও সাগর তাকে ভুল বুঝিয়ে একটি কাগজে স্বাক্ষর করে নেয়। পরে তাকে হুমকীসহ ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষরযুক্ত কাগজমূলে গত ২৮ জানুয়ারি তারই আপন চাচা বাদশা চৌধুরীর বিরুদ্ধে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। প্রকৃতপক্ষে তার আপন চাচা বাদশা চৌধুরী একজন সৎ ও নিরীহ মানুষ বলে দাবি করেন তার ভাতিজা ফয়সাল আলি রিয়াদ।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, তার আপন চাচা বাদশা চৌধুরী নির্দোষ হলেও তাকে ফাঁসিয়ে প্রতিপক্ষরা হত্যা মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় রয়েছে। এদিকে ওই সাধারণ ডায়েরিতে মোঃ তুহিন নামে যাকে সাক্ষি করা হয়েছে সেই তুহিনও ওই সাধারণ ডায়েরির বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রবিউল ইসলামকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা রেললাইন বাইপাস এলাকায় দিনদুপুরে হত্যা করে কয়েকজন সন্ত্রাসী। পরের দিন তার ছেলে ফয়সাল আলি রিয়াদ বাদি হয়ে ১৫ জনের নামে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে।