চাঁপাইনবাবগঞ্জ বসন্তকে ঘিরে আনন্দ শোভযাত্রা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ বসন্তকে ঘিরে আনন্দ শোভযাত্রা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি- ঋতুরাজ বসন্ত মানেই নানান আয়োজন। আর পোশাকেও থাকে হলুদের সমাহার। প্রকৃতি আজ দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে, আর সে দুয়ারে বইছে ফাগুনের হাওয়া।


 বসন্তের আগমনে কোকিল গাইছে গান, গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। রঙে-বেরঙের ফুলে ফুলে ভরে উঠছে বাগানগুলো। দীর্ঘ শীতের কুয়াশা মোড়ানো প্রান্তর পাড়ি দিয়ে অবশেষে দোরগোড়ায় এসেছে ফাল্গুন। এসেছে ঋতুরাজ বসন্ত পহেলা ফাল্গুন। পহেলা ফাল্গুনে বসন্ত উৎসবের রঙে মেতে ওঠে তরুণ তরুণীরা। বসন্তে শুধু প্রকৃতিই নয়, হৃদয়ও রাঙ্গিয়ে দেয়। বাঙালির এই উৎসবকে ছড়িয়ে দেয়ার জন্য ছেলেমেয়েরা বর্ণিল সাজে সেজে তারা বসন্তকে রাঙ্গিয়ে তোলে। এদিকে, বসন্তকে বরণ করতে কোল ক্ষুদ্র জাতিসত্তা ও প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৪ টায় কলেজ শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারের বেদীতে এসে অনুষ্ঠানে মিলিত হয়। এসময় নেচে-গেয়ে ও ঢোলক বাজিয়ে শোভাযাত্রাকে মাতিয়ে তোলে। 

পরে, কোল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও কবিতা আবৃতি পরিবেশন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here