ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগে প্রধান শিক্ষক বহিস্কার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০

ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগে প্রধান শিক্ষক বহিস্কার


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগে মোশাররফ হোসেন নামের এক স্কুল শিক্ষককে সাময়িক বহিস্কার করা হয়েছে। সাময়িক বহিস্কৃত শিক্ষক উপজেলার ত্রিবেনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) তাকে বহিস্কার করা হয়।

ঘটনার সুত্রে জানা যায়, গত ৫/২/২০ তারিখে শেখপাড়া সোনালী ব্যাংক শাখায় ১ লাখ ১৭ হাজার টাকার একটি চেক নিয়ে যায় শিক্ষক মোশাররফ। যার হিসাব নং- ২৪২৩০০২০২২২৬। চেকটি ছিল ইউএনও ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষর। চেকে স্বাক্ষর ও ব্যাংকে সংরক্ষিত নমুনা স্বাক্ষর এর সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র স্বাক্ষর মিল না থাকায় ব্যাংক ম্যানেজার চেকটি ফেরত দেয় এবং বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) ইউএনওকে অবহিত করে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চেক জাল স্বাক্ষরের অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক মোশাররফ হোসেনকে প্রাথমিক পর্যায়ে সাময়িক বহিস্কার হয়েছে।  তদন্ত সাপেক্ষে শিক্ষা বোর্ড চাইলে স্থায়ী বহিষ্কার হতে পারে।

Post Top Ad

Responsive Ads Here