রান্নাঘরের আগুনে পুড়ে কৃষকের স্বপ্ন ছাই প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারী ০৩, ২০২০

রান্নাঘরের আগুনে পুড়ে কৃষকের স্বপ্ন ছাই প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদাহ ইউনিয়নের হরিশপুর গ্রামে দুই কৃষকের পানবরজে আগুণ লাগার ঘটনা ঘটেছে।সোমবার দুপুর আনুমানিক  ২.৩০ টার দিকে ওই গ্রামের কৃষক জহুরুল ইসলাম ও নায়েব শাহের পানবরজে আগুন লাগার ঘটনা ঘটে।

 এঘটনায় তাদের ১০কাটা জমির পানক্ষেত ও অর্ধশত কলাগাছ পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে ওই দুই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। বাড়ির চুলা ও ছাইয়ের আগুণ থেকে ওই পানবরজে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রথামিকভাবে ধারণা করছে এলাকাবাসী ।ক্ষতিগ্রস্থ কৃষক নায়েব শাহ ওই গ্রামের চিনির উদ্দিন শাহের ছেলে ও জহুরুল পার্শ্ববতী মুনির মন্ডলের ছেলে।ক্ষতিগ্রস্থ কৃষক নায়েব শাহ সাংবাদিকদের জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে  হটাৎ করে পানবরজে আগুণ জ্বলতে দেখেন। এসময় আগুনে পুড়ে তার পানক্ষেত সম্পূর্ন ছাই হয়ে যায়। এছাড়াও পানক্ষেতের আগুন বাড়ির উঠানের রান্নাঘর,গোয়ালঘর ও পার্শ্ববতী জহুরুলের পানক্ষেতেও ছড়িয়ে পড়ে। এসময় দুটি পানক্ষেতের সম্পূর্ণ পানই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান,খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই দুই কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।বাড়ির চুলা ও ছাইয়ের আগুণ থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here