নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের চাঞ্চল্যকর আজাদ চেয়ারম্যান হত্যা মামলার মূল পরিকল্পনাকারী সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য হাতেম আলীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
হত্যাকান্ডের সাড়ে ৪ বছর পর (৩ ফেব্রুয়ারি) সোমবার সকালে আসামী হাতেম আলী আত্মসমর্পণ করলে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এম.এ রব হাওলাদার তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।
মামলা সুত্রে জানা গেছে,২০১৬ সালের ৪ এ জুন রাত পৌনে ১০ টার দিকে ভাদসা ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান এ.কে আজাদ কে বাড়ি ফেরার পথে দুবৃর্ত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে জেলার সদর থানায় ৬ জনের নাম সহ অজ্ঞাত আরো ৬-৭ জন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এজাহার নামীয় ২ জন আসামী বন্দুক যুদ্ধে নিহত এবং অন্য ৪ জন কারাগারে থাকলেও ওই হত্যার মূল পরিকল্পনাকারী আসামী আওয়ামীলীগ নেতা হাতেম আলী দীর্ঘ কয়েক বছর পলাতক ছিলেন। সোমবার সকালে হাতেম আলী জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণে আদেশ দেন।