ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে একাধিক হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী মোঃ আশরাফুল মোল্লা উপজেলার পেশীনগর গ্রামের জাফর মোল্লার ছেলে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান ধৃত আশরাফুল মোল্লা একাধিক হত্যাসহ চার মামলার পলাতক আসামী। সে দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল । গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোনাতনপূর পুলিশ ফাড়ীর ইনচার্জ এসআই শামীম আক্তারের নেতৃত্বে ফোর্স সোমবার ভোরে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পাইক পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।