আরএমপির আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ০৪, ২০২০

আরএমপির আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা


ওবায়দুল ইসলাম রবি রাজশাহী প্রতিনিধি:
মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এ স্লোগানকে সামনে রেখে আজ ০৩ ফেব্রæয়ারি ২০২০ আরএমপি পুলিশ লাইন্স মাঠে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির বিপিএম, পিপিএম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইডি’র প্রধান জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম, রাজশাহী রেঞ্জ ডিআইজি জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার) সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। বার্ষিক পুলিশ সমাবেশের প্রথমে মনোরম প্যারেড প্রদর্শন করেন আরএমপি’র চৌকোষ প্যারেড দল। 

এরপর বেলুন ফেস্টুন উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ-২০২০ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) মহোদয় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। ইতথ্য নিশ্চি করেছেন  গোলাম রুহুল কুদ্দুস অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।  


Post Top Ad

Responsive Ads Here