চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ট্যাক্স অফিসার গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ট্যাক্স অফিসার গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি- চাঁপাইনবাবগঞ্জের পুরাতনবাজারে এক ভূয়া ইনকাম ট্যাক্স অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি দুপুরে এক বইয়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, দিনাজপুর জেলার কোতয়ালী থানার ফকিরগঞ্জ গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে মোঃ হায়দার রহমান (৪৫)।

মামলার এজাহারে প্রকাশ, দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের পুরাতনবাজার এলাকার চাঁপাই বুক ডিপোর মালিক নাসিরুল ইসলামের কাছে ইনকাম ট্যাক্সের ফাইল দেখতে চাই। এ সময় তার কথাবার্তায় সন্দেহ দেখা দিলে তার পরিচয় জানতে চান। একপর্যায়ে পুলিশকে খবর দিলে ভূয়া ইনকাম ট্যাক্স অফিসার হিসেবে তাকে সনাক্ত করা হয়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, কথাবার্তায় সন্দেহ দেখা দেয়ায় তাকে গ্রেফতার করা হয় । 

Post Top Ad

Responsive Ads Here