শিক্ষিত জাতি সমাজের বোঝা নয়, দেশের সম্পদ- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ০৮, ২০২০

শিক্ষিত জাতি সমাজের বোঝা নয়, দেশের সম্পদ- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন,  শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের মধ্যে রয়েছে অপার সম্ভাবনা। 


 তিনি বলেন,  ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  শিশুদের অধিকার সুরক্ষায় শিশু আইন প্রণয়ন করেছিলেন। চলতি বছর জাতির জনকের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলার প্রতিটি স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার মূল্যবোধ সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার জন্য জেলা প্রশাসকে তিনি  নির্দেশ প্রদান করেন।

প্রতিমন্ত্রী আজ রাজশাহী শিশু একাডেমি মিলনায়তনে শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনা প্রণয়ন করেছেন, যাতে তারা ভবিষ্যত নেতৃত্বের উপযোগী হিসেবে গড়ে উঠতে পারে। শিক্ষিত জাতি সমাজের বোঝা নয়, দেশের সম্পদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ  ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২৬ হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেন। এর ফলে সকলের জন্য শিক্ষা প্রাপ্তি নিশ্চিত হয়েছে। তিনি বলেন, শিশুদের মেধা ও মননশীলতা বিকাশে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জেলা প্রশাসক মো. হামিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, উপসচিব মোসা. ফেরদৌসী বেগম এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুর কাদের উপস্থিত ছিলেন। 

Post Top Ad

Responsive Ads Here