ফরিদপুরে মুজিব বর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২০

ফরিদপুরে মুজিব বর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে মুজিব বর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা খন্দকার সেলিম একাদশ। খেলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা একাদশ ৭ উইকেটে বিজয়ী হয়।


এরআগে প্রথমে ব্যাট করে বীর মুক্তিযোদ্ধা খন্দকার সেলিম একাদশ সংগ্রহ করে ৯ উইকেটে ১৩৫ রান। পরে ব্যাট করতে নেমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা একাদশ ১৯.৩ ওভারে ৪ উইকেট তারা লক্ষ্য পৌছে যায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুনার্মেন্ট নির্বাচিত হন তামিম। 


পরে বিজয়ী দলের হাতে ট্রফি তুলেদেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, ফরিদপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার আ্যাসোসিয়েশন এর সভাপতি খন্দকার সাইদুল ইসলাম এফি, কো স্পন্সর কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহবুবুল হাসান পিংকু, আইসিসি এর প্যানেল আ্যম্পিয়ার মাসুদুর রহমান মুকুল, মানষ বঙ্গপাধ্যায় সহ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। 

Post Top Ad

Responsive Ads Here