নিজের জমি অন্যের ভোগদোখলে থাকায় মালিকের হার্ট এট্যাকে মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Monday, February 17, 2020

নিজের জমি অন্যের ভোগদোখলে থাকায় মালিকের হার্ট এট্যাকে মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামের বাসিন্দা আবুল বাসার মন্ডল এবং আমোদ আলী মন্ডলের জমি সমাজের কিছু কুচক্রলোকের ধোকায় পড়ে ভোগদোখল করেন একই গ্রামের কুদ্দুস মন্ডল। 


স্থানীয়দের নিকট থেকে জানা যাই উক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে বাদী বিবাদীর মামল পরিচালিত হয় এবং বিবাদী পক্ষের আবুল বাসার মন্ডল এবং আমোদ আলী মন্ডল জমির মূল মালিক বলে বিবেচিত হয়। বাদি পক্ষ তা মানতে অস্বীকার করে ভোগদোখল চালিয়ে যাই। সর্বশেষ গ্রামের শান্তি প্রতিষ্ঠার জন্য গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত জমির ঝামেলা মিমাংসা করার জন্য গত ৩১শে জানুয়ারী শুক্রবারে গ্রাম্য আদালত অনুষ্ঠিত হয় এবং কুদ্দুস মন্ডলের শুনানির পরে আবুল বাসার মন্ডল এবং আমোদ আলী মন্ডলের শুনানি চলাকালীন আবুল বাসার মন্ডল হার্ডএট্যাকে আক্রান্ত হয়ে অসুস্থতায় পতিত হওয়াই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং রুগীর অবনতি হওয়াই ঢাকায় চিকিৎসার জন্য রিলিস করেন এবং চিকিৎসাধীন অবস্থায় গত কাল বিকালে চিরো বিদায় নিয়ে পরপারে চলে যান ।এ বিষয়কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

No comments: