শিবগঞ্জে ধূ-ধূ বালুচরে এবার সূর্যমূখী ফুলের বাম্পার চাষ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ০৪, ২০২০

শিবগঞ্জে ধূ-ধূ বালুচরে এবার সূর্যমূখী ফুলের বাম্পার চাষ


সোহান মাহমুদ:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  উপজেলায় ধূ-ধূ বালুচরের পদ্মার বুকে এবার সূর্যমূখী ফুলের বাম্পার চাষ হয়েছে। জেলায় এবারই প্রথম পরীক্ষামূলকভাবে সূর্যমূখী চাষ করে সফল হয়েছে কৃষি বিভাগ। শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর এলাকার পদ্মার চরে মোট ছয় বিঘা জমিতে এবার সূর্যমূখী ফুলের বীজ বপন করা হয়। স্থানীয় কৃষক আবু সুফিয়ান ও আবদুর রাকিব উপজেলা কৃষি দফতর হতে বীজ সংগ্রহ করে সূর্যমূখী চাষ করেন।

কৃষক আবদুর রাকিব জানান,পদ্মার চরের জমিতে মূলত মাস কলাই,শরিষা ও ধান চাষ করা হয়। তাতে ভাল ফলন না হওয়ায় সরনাপন্ন হন শিবগঞ্জ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছে। তাদের পরামর্শে বিনামূল্যে ৬ কেজি বীজ নিয়ে ৩বিঘা জমিতে সূর্যমূখী ফুলের চাষ করেন।

তিনি বলেন,ক্ষেতে আমাকে পানি ছাড়া কিছুই খরচ করতে হয়নি। বীজ ও সার কৃষিবিভাগ বিনামূল্যে সরবরাহ করেছেন। তাতে ফুলের বাম্পার ফলন হয়েছে। আশা করা হচ্ছে প্রতি বিঘা জমিতে ৯/১০মন বীজ পাওয়া যাবে। ওই বীজ মন প্রতি সাড়ে ৩ থেকে ৪ হাজার দরে কিনে নিবে কৃষিবিভাগ। ফলে ভাল দাম পাওয়ায় সামনের মৌসুমে বেশি করে সূর্যমূখী চাষ করার কথা ভাবছেন এই কৃষক।

তার মত আবদুর রাকিব একইভাবে ৩ বিঘা জমিতে সূর্যমূখী ফুল চাষ করেছেন।তারও ফুল ভাল হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে অন্য ফসলের চাইতে বেশি আয় করবেন তিনি। তাদের সূর্যমূখী ফুল চাষ দেখে এই ফসলে আগ্রহ বাড়ছে পদ্মার চরের অন্য কৃষকদের।

ছত্রাজিতপুর ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন,পরীক্ষামূলকভাবে পদ্মার চরে এই প্রথম সূর্যমূখী চাষ করে আমরা সফল হয়েছি। প্রতিনিয়তই মাঠ পরিদর্শন করে পরামর্শ দেয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান বলেন,পদ্মার বুকে সূর্যমূখী চাষ হবে এটা কেও ভাবতেও পারেনি। আমরা পরীক্ষামূলকভাবে সূর্যমূখী চাষ করে সফলতা দেখতে পাচ্ছি। এতে কৃষকরা লাভবান হবেন। এছাড়াও মধূ পাওয়া যাচ্ছে। তাতেও বিপুল পরিমান টাকা হচ্ছে। কৃষকদের উতপাদিত সূর্যমূখী বীজ আমরা কিনে অন্য কৃষকদের মাঝে বিতরণ করবো।

Post Top Ad

Responsive Ads Here