মেহের আমজাদ, মেহেরপুর-
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের ভাষা সৈনিক নজির হোসেন বিশ্বাসের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পিরোজপুর গ্রামে মরহুম নজির হোসেন বিশ্বাসের বাসভবনে এ কুলখানি অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাকিবুল ইসলাম,মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী,পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

