সীমান্তে অনুপ্রবেশকারী ৬২ সাঁওতাল কে বিএসএফের কাছে হস্তান্তর - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Thursday, February 13, 2020

সীমান্তে অনুপ্রবেশকারী ৬২ সাঁওতাল কে বিএসএফের কাছে হস্তান্তর

প্রতিকী ছবি

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার  গোমস্তাপুর সীমান্তে ৬২ ভারতীয় সাঁওতালকে অবৈধভাবে অনুপ্রবেশের পর পুনরায় ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)। 

বৃহষ্পতিবার(১৩ ফেব্রুয়ারী) দুপুরের  দিকে  চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার  বাঙ্গাবাড়ী ইউনিয়নের বাঙ্গাবাড়ি বিওপি’র সীমান্ত পিলার ২০৩ এর নিকট দিয়ে ভারতীয় ৬২ জন সাঁওতাল শিকার করতে করতে বাংলাদেশে অনুপ্রবেশ করিলে বাঙ্গাবাড়ী বিওপি’র বিজিবি সদস্যরা তাদের আটক করে।

 পরে নওঁগাস্থ ১৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী( বিএসএফ ) কে জানালে একই দিন  সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়। 

বৈঠকে ভারতের পক্ষে ৪৪ বিএসএফের ইন্সপেক্টর জগদিশের নেতৃত্বে বিএসএফ এর ৮ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
 অন্যদিকে নওগাঁ ১৬  বিজিবি’র নায়েক সুবেদার রুহুল আমিনের নেতৃত্বে ১৮ বিজিবি সদস্যদের একটি প্রতিনিধি দল পতাকা বৈঠকে অংশ নেয়। পতাকা বৈঠক শেষে অনুপ্রবেশকারী ভারতীয় সেই ৬২  সাঁওতালকে ফেরত পাঠানো হয়। এ ব্যাপারে নওঁগাস্থ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম অবৈধ অনুপ্রবেশের পর ৬২ সাঁওতালকে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

No comments: