ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চোর দগ্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ০৯, ২০২০

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চোর দগ্ধ


ঝিনাইদহ প্রতিনিধিঃ  
ঝিনাইদহের ট্রান্সফরমারের তার চুরি করতে গিয়ে ইমরান উদ্দিন (২৮) নামের এক চোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে। শনিবার ভোররাত ৪ টার দিকে শহরের নতুন জেলখানা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ ইমরান পাবনা জেলার ঈশ্বরদী থানার এসএম কলোনীর আব্দুস সালামের ছেলে বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈনুদ্দিন জানান, দগ্ধ ইমরান ও তার সহযোগী রুবেল এবং হিরা শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহে আসে। এরপর ভোররাতে ওই এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের তার চুরি করতে যায়। এসময় ইমরানের শরীরের আগুন ধরে যায়। আগুনের ভয়ে তার সহযোগীরা পালিয়ে যায়্। পরে স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। 

ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক ওয়াহিদুজ্জামান আজাদ জানান, তার দু-পা ও পুরুষাঙ্গসহ মাজা থেকে নিচ পর্যন্ত অধিকাংশই পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী হাসপাতালে রেফার করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here