বিআরটিসি বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৬, ২০২০

বিআরটিসি বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু


রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি-  কলাপাড়ায় বিআরটিসি বাসের ধাক্কায় মাহিন্দ্রা থেকে ছিটকে পড়ে এসো (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মহিপুর সদর ইউপির ইউসুফপুর মহিলা মাদ্রাসার সামনে এ দূর্ঘটনায় ঘটে। এসময় আহত হয় ওই শিক্ষার্থীর মা ইমেন হাওলাদার (৩৪) ও  ফুফু মায়ে (২৮)। নিহত এসো আলীপুর হাতিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী ও কালাচান পাড়া রাখাইন পল্লীর উবাচুর এক মাত্র সন্তান।


আহতরা জানান, আলীপুর থেকে কলাপাড়া হয়ে নানা বাড়ি রাঙ্গাবালি যাচ্ছিল শিশু এসো সহ তার পরিবারের সদস্যরা। পথে ইউসুফপুর মহিলা মাদ্রাসার সামনে পৌছলে ঘাতক বাসটি পিছন দিক থেকে মাহিন্দ্রাটিকে ধাক্কা দেয়। এসময় শিশুটি ছিটকে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক এসোকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় পরিবহনের চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে(ঢাকা মোট্রে ব-১১-১২৪৪) আটক করেছে পুলিশ।

কলাপাড়া থানার ভার প্রাপ্তকর্মকর্তা (ওসি) মনিরিুল ইসলাম জানান, শিশুটির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here