কালীগঞ্জে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারী গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৬, ২০২০

কালীগঞ্জে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধিঃ  
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন যুবক ও দুইজন নারী রয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চাপরাইল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রফতারকৃতরা হচ্ছেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের সাহিদ মোল্লার ছেলে মহসিন মোল্লা (৩১), একই উপজেলার শোতাসী গ্রামের নান্নু বিশ্বাসের মেয়ে লাবনী খাতুন (২৭) ও আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের শরিফুল মোল্লার স্ত্রী সুমিতা বেগম (৩০)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, ওই তিন মাদক কারবারী ফরিদপুর থেকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চাপরাইল বাজারে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে আসে। মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় এক হাজার পিচ ইয়াবাট্যাবলেটসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে মহাসিন মোল্লার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here