মেহেরপুর জেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২০

মেহেরপুর জেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী


মেহের আমজাদ, মেহেরপুর- 
মেহেরপুর জেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জোট সরকারের আমলে বিদ্যুত ঘাটতি নয় উৎপাদনেও ভাটা পড়েছিলো। সেই জায়গা থেকে দেশে এখন বিদ্যুত উদ্বৃত্ত। ফলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। শেখ কামাল আইটি ফার্ম উদ্বোধনের ফলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। দেশে তৈরি হবে দক্ষ জনবল। তিনি আরোও বলেন,আজ সাতটি জেলায় আর মুজিববর্ষেই দেশের সকল ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুর জেলাকে শতভাগ বিদ্যুতায়ন করায় জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।

 এর পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, আজকে মেহেরপুর জেলায় চুরি ডাকাতি নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, আপনারা লক্ষ্য রাখবেন যারা ওই কাজগুলো করতো তাদের অনেকের গাত্রদাহ হচ্ছে, যারা চুরি-ডাকাতি করতে পারছে না তাদের অনেক কষ্ট হচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নামের সঙ্গে জড়িত এই মেহেরপুর জেলার মর্যাদা অনেক উচ্চতরে আছে। এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খায়রুল কবির মেনন,জেলা প্রশাসক মোঃ আতাউল গনি,সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পুলিশ সুপার এস.এম মুরাদ আলী, সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা জজ কোর্টের পিপি এ্যাড. পল্লব ভট্ট্রাচার্য, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, সদর থানার ওসি শাহ দারা খান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র‌্যালিতে অংশ গ্রহন করেন।

Post Top Ad

Responsive Ads Here