ফরিদপুরে হোম কোয়ারেন্টাইনে থাকাদের বাড়ি বাড়ি ষ্টিকার মেরে দিচ্ছে পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ২১, ২০২০

ফরিদপুরে হোম কোয়ারেন্টাইনে থাকাদের বাড়ি বাড়ি ষ্টিকার মেরে দিচ্ছে পুলিশ


ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেলায় গত ৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ৪৪টি দেশ থেকে ফেরা ৩০৬৩ জন বিদেশ ফেরতের মধ্যে শনিবার পর্যন্ত ৮৬৭ জন হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় নেয়া হয়েছে হোম কোয়ারেন্টাইনে ১৪৮ জনকে। আর এই হোম কোয়ারেন্টাইনে থাকাদের বাড়ি বাড়ি গিয়ে জেলা পুলিশের সদস্যরা বাড়িতে ষ্টিকার দিয়ে চিহৃত করে দিচ্ছেন। 


আজ শনিবার বিকেলে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান ফরিদপুর সদর উপজেলার কিছু হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরতদের বাড়ি গিয়ে কথা বলেন। একই সাথে তাদের বাড়িতে নিজে গিয়ে ষ্টিকার লাগিয়ে দেন। এসময় বিদেশ ফেরতরা তাদের এই নির্দেশনা মেনা চলাসহ সকল কাজে সহযোগিতা করবেন বলেন পুলিশ সুপারকে জানান। 

এসময় পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন,  জেলা পুলিশ বিদেশ ফেরতদের খোঁজে জেলার প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করেছে। একই সাথে চলছে মাইকিং। তিনি বলেন জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আমাদের উদ্যোগে জেলার নয়টি উপজেলার ৮১টি ইউনিয়নের জনসচেনতায় চলছে বিভিন্ন ধরনের প্রচারণা। তিনি বলেন ৩০৬৩ জন বিদেশ ফেরতদের মধ্যে ভারত থেকে এসেছে ১৭৫৫জন, ইটালি থেকে ২৫জন, চিন থেকে ০১জন, সিংগাপুর থেকে ৬৬জন, সৌদি আরব থেকে ৩১৩ জন সহ বাকিরা অন্যদেশের। আমরা চেষ্টা করছি অতি দ্রæত বাকিদের হোম কোয়ারেন্টাইনে নিয়ে আসা। তবে এখানে একটি কথা বলা প্রয়োজন সবাইকে বাড়ি পাওয়া যাচ্ছে না। তার হয়তো ঢাকাসহ দেশের অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের ব্যাপারেও আমরা কাজ করে চলছি।

Post Top Ad

Responsive Ads Here