দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ ঝড়-শিলাবৃষ্টি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১৯, ২০২০

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ ঝড়-শিলাবৃষ্টি



মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ জন্য দেশের বিভিন্ন জায়গায় ঝড়, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


শনিবার এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মসিংহ ও সিলেট অঞ্চলের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী ও পাবনা অঞ্চলের অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অব্যাহত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার যা অস্থায়ী দমকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ওঠতে পারে। সোমবার নাগাদ এই প্রবণতা কিছু কমে আবার বাড়তে পারে আগামী সপ্তাগের শেষ নাগাদ।

শনিবার সন্ধ্যায় ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, ৬০ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস।




সময়/আবহাওয়া

Post Top Ad

Responsive Ads Here