যুবলীগের নিত্যপণ্য বিক্রির উদ্বোধন করেছেন খন্দকার মোশাররফ হোসেন এমপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ০৫, ২০২০

যুবলীগের নিত্যপণ্য বিক্রির উদ্বোধন করেছেন খন্দকার মোশাররফ হোসেন এমপি

ফরিদপুর প্রতিনিধি :
‘স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় মালামাল আপনার দোড়গোড়ায় পৌছে দিচ্ছি আমরা’ এই শ্লোগানে ট্রাকযোগে জরুরী নিত্য পণ্য নিয়ে মানুষের দ্বারে জেলা যুবলীগের বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে শহরের বদরপুরের আফসানা মঞ্জিলে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর উদ্বোধন করেন। 


জেলা যুবলীগের সভাপতি এইচ এম ফোয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ। 


নিত্যপন্যের মধ্যে রয়েছে  প্রতি কেজি চাল ৩৮ টাকা, ডাল ৭৩ টাকা, সয়াবিন তেল ৯৮ টাকা, আলু ১৯ টাকা, পেঁয়াজ ৩২ টাকা, লবন ১৫ টাকা, আটা ৩০ টাকা ও ডিম প্রতি হালি ২৪ টাকা বিক্রি করা হবে করোনা ভাইরাস প্রাদুর্ভাবকালীন এই সময়ে।

Post Top Ad

Responsive Ads Here