বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ত্রাণ ও দুর্য্যােগ অধিদপ্তরের ব্যবস্থাপনায় রোববার (০৫.০৪.২০) শতাধিক কর্মহীন দিনমুজুরদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু ১ কেজি ডাল দেওয়া হয়। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে উপস্থিত ছিলেন।
এ পর্যন্ত উপজেলায় ৩ হাজার ৫শ কর্মহীন দিনমজুরদের এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে জানান। প্রয়োজনে আরও খাদ্য সামগ্রী দেওয়া হবে।

