মৃত্যুপুরী যুক্তরাজ্যে এখনও নিয়ম ভেঙে রোদ পোহাতে বেরোচ্ছে মানুষ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ০৫, ২০২০

মৃত্যুপুরী যুক্তরাজ্যে এখনও নিয়ম ভেঙে রোদ পোহাতে বেরোচ্ছে মানুষ


আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের থাবায় গত কয়েক সপ্তাহে মৃত্যুপুরী হয়ে উঠেছে যুক্তরাজ্য। ইতোমধ্যে দেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। শনিবারই মারা গেছেন ৭০৮ জন। চিকিৎসক-প্রশাসন সবাই বারবার সতর্ক করছেন, করোনার বিস্তারের সবচেয়ে ভয়াবহ পর্ব পার করছেন ব্রিটিশরা। তারপরও যেন শিক্ষা হচ্ছে না কিছুতেই। শীতের প্রকোপ একটু কমার সঙ্গে সঙ্গেই দলে দলে সূর্যস্নানে বেরিয়ে আসছেন তারা।

এ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এত মৃত্যুর পরেও মানুষজনের লকডাউন অমান্য করার ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন তিনি।



হ্যানকক জানিয়েছেন, সরকারের নির্দেশ অমান্য করে সূর্যস্নানে বের হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কষ্ট করে হলেও আপাতত এই শখ পূরণ থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ মন্ত্রী।

তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তারের গতি কমাতে সামাজিক দূরত্বের নিষেধাজ্ঞা অত্যন্ত জরুরি। এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে কি না তা সরাসরি নির্ভর করছে মানুষজন কেমন আচরণ করছে তার ওপর।

যারা সরকারের নিদের্শনা মেনে চলছেন তাদের আন্তারিক ধন্যবাদ জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

রোববার সন্ধ্যায় রানি দ্বিতীয় এলিজাবেথের প্রচারিতব্য ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, আশা করি তিনি আমাদের চেতনা জাগ্রত করতে সক্ষম হবেন।

জন হপকিন্স ইউনিভার্সিটির হিসাবে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৪৭৯ জন। মারা গেছেন ৪ হাজার ৩২০ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মাত্র ২১৫ জন।

সূত্র: সিএনএন

Post Top Ad

Responsive Ads Here