ভারতে একরাতে শনাক্ত ৩০২, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩৭৪ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ০৫, ২০২০

ভারতে একরাতে শনাক্ত ৩০২, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩৭৪


আন্তর্জাতিক/ভারত/ডেস্ক:

ভারতে মাত্র ১৫ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও ৩০২ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৭৪ জন। দেশজুড়ে মারা গেছেন ৭৭ জন। এছাড়া, সুস্থ হয়ে উঠেছেন ২৬৭ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে মোট ৪৯০ জন রোগী শনাক্ত হয়েছেন। এদিন দিল্লিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিলনাড়ু। সেখানে নতুন করে ৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৫ জন। তেলেঙ্গানায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১১০ জন।

আক্রান্তের মতো মৃত্যুতেও শীর্ষে মহারাষ্ট্র। সেখানে এপর্যন্ত করোনায় ২৪ জন মারা গেছেন। গুজরাটে মৃত্যু হয়েছে ১০ জনের।

এদিন নতুন করে দু’টি রাজ্যে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। অরুণাচলে একজন ও ঝাড়খণ্ডে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সূত্র: দ্য ওয়াল

Post Top Ad

Responsive Ads Here