ফমেক হাসপাতালে মাগুরা থেকে করোনা উপসর্গ নিয়ে আসা একজনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ০৩, ২০২০

ফমেক হাসপাতালে মাগুরা থেকে করোনা উপসর্গ নিয়ে আসা একজনের মৃত্যু


সঞ্জিব দাস, ফরিদপুর : :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরার মহম্মদপুর থেকে করোনা উপসর্গ নিয়ে বাকি মোল্যা(৫০) নামে এক ব্যক্তির এসে মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় তার মৃত্যু হয়। মৃত বাকি মোল্যা মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের কলমধরি গ্রামের মৃত্যু মোসলেম মোল্যার ছেলে। তার এ মৃত্যুতে তার নিজ বাড়ি ও আশপাশের এলাকা তাৎক্ষণিক লকডাউন করেছে উপজেলা প্রশাসন। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন বলেন, বৃহস্পতিবারে ৫০ বছর বয়সী ওই ব্যক্তি শ্বাসকষ্ট, ঠান্ডা, জ¦র ও কাশি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। করোনার সব উপসর্গ তার মধ্যে সন্দেহ হলে তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। পরের দিন শুক্রবার সকালে তার অতিরিক্ত শ্বাসকষ্ট দেখা দিলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
 

এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ জামান জানান, মাগুরার মহম্মদপুর থেকে ওই ব্যক্তি শ্বাসকষ্ট, ঠান্ডা, জ¦র ও কাশি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এরপর তার উপসর্গ দেখে তাকে ওয়ার্ডে ভর্তির জন্য পাঠায়। এরপর রোগির আত্মীয়-স্বজন তাকে নিয়ে ওয়ার্ডে যাওয়ার সময় তিনি মারা যান। পরে তাকে ওয়ার্ডে নিয়ে গেলে মৃত থাকায় আর ভর্তি নেননি সেখানে থাকা চিকিৎসক। এসময় রোগির আত্মীয়-স্বজন দ্রæত সেখান থেকে মাগুড়া রওনা হয়ে চলে যায় মৃতদেহ নিয়ে। তারা মৃতের ডেথ সার্টিফিকেট নিয়ে যাওয়ার কথা সেটিও নেননি বলে তিনি জানান। 


মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান জানান, করোনার নানা উপসর্গ নিয়ে বাকি মোল্যার মৃত্যু হওয়ায় তাৎক্ষণিকভাবে তার বাড়িসহ আশপাশের চারটি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া বাকি মোল্যার বাড়ির লোকজনসহ তার সংস্পর্শে থাকা লোকজনকে আইসোলেশনে (বাড়ির মধ্যে) রাখা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here