বোয়ালমারীতে প্রথম একজনের করোনা শনাক্ত বাড়ি লকডাউন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ১৮, ২০২০

বোয়ালমারীতে প্রথম একজনের করোনা শনাক্ত বাড়ি লকডাউন


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামে প্রথম একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১৭.০৪.২০) রাত ১০ টায় নমুনা পজেটিভ হওয়ার খবর পেয়ে উপজেলা প্রশাসন রাতেই তার বাড়িটি লকডাউন করেছে। পাশের তিনটি বাড়ির লোকজনদের হোম কোয়ারেন্টাইন পালনের নির্দেশ দেয়া হয়। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, করোনায় আক্রান্ত ওই ব্যক্তি চট্টগ্রামে একটি জাহাজ কোম্পানিতে চাকরি করেন। সরকারি ছুটি ঘোষণার পর চট্টগ্রাম থেকে ফিরে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ডাঙ্গিগ্রামে শ্বশুরবাড়ি যান। করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে নিজবাড়ি চন্দনী আসেন। অসুস্থ বেশি হওয়ায় পরিবারের লোকজন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ১৪ এপ্রিল ফরিদপুরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় মেডিকেল কর্তৃপক্ষ। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, শনিবার তার পরিবার ও প্রতিবেশীসহ তার সংস্পর্শে আসা ৪ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। বোয়ালমারীতে এ পর্যন্ত ২১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ৮ জনের নমুনা রির্পোট এসেছে নেগেটিভ। বাকি রির্পোটগুলো এখনো আসেনি।

Post Top Ad

Responsive Ads Here