করোনায় মৃত নারীকে গোসল, বাড়িওয়ালীসহ ২৫ জন কোয়ারেন্টাইনে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ০৪, ২০২০

করোনায় মৃত নারীকে গোসল, বাড়িওয়ালীসহ ২৫ জন কোয়ারেন্টাইনে


সময় ডেস্ক:
রায়ণগঞ্জের বন্দরে করোনায় মৃত নারীকে গোসল করানোয় বাড়িওয়ালীসহ ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি বাড়ির ৯টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন জানান, বন্দরে করোনাভাইরাসে মৃত ওই নারী সিদ্ধিরগঞ্জের পাঠানটুলীর বাড়িটিতে ভাড়া থাকতেন। তার মৃত্যুর পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রশাসনের নির্দেশে পাঠানটুলীর ওই বাড়ির ৯টি পরিবারের ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সিভিল সার্জন এবং ইউএনও পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ জানান, ওই নারী জ্বরে ভুগছিলেন। ৩০ মার্চ তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান। এরপর তার নমুনা পরীক্ষা করে আইইডিসিআর। ২ এপ্রিল সন্ধ্যায় জানানো হয় ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here