জনসমাগম ঠেকাতে নাটোরে জোনাইল হাট বন্ধ করলেন পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ০৫, ২০২০

জনসমাগম ঠেকাতে নাটোরে জোনাইল হাট বন্ধ করলেন পুলিশ


আবু মুসা নাটোরঃ  
নাটোরের বড়াইগ্রামে করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে অতিপ্রয়োজনীয় দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ করা, বাজার,  বন্ধ রাখতে সার্বক্ষণিক কাজ করছে বড়াইগ্রাম থানা পুলিশ।

 তারপরও বিভিন্ন অজুহাতে জনসাধারণ ঘরে না থেকে বাহিরে বের হয়ে আসছেন সার্বক্ষণিক সাতটি উপজেলাতে টহল এবং চেকপোস্ট কার্যক্রম চলছে, সাধারণ মানুষদের নিজ বাড়িতে  অবস্থান করাতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে বড়াইগ্রাম থানা পুলিশ, থানার সকল ইউনিয়নে, হ্যান্ড মাইক, প্রতিটি ইউনিয়নে কমিটির গঠনের মাধ্যমে সকলকে সামাজিক দূরত্ব ও ঘরে থাকার বিষয়ে আহবান জানানো হচ্ছে । সেই সাথে সকল জনসাধারণকে বাড়িতে  অবস্থানে করে সঠিকভাবে মেনে চলার পাশাপাশি প্রয়োজন ছাড়া অযথা ঘরের বাইরে না হতে এবং কোন ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে বড়াইগ্রাম থানার পক্ষ থেকে, শনিবার বড়াইগ্রাম উপজেলার জোনাইল হাটে জনসমাগম হতে থাকে খবর পেয়ে ওসি তদন্ত সুমন আলীর নেতৃত্বে হাটটি বন্ধ করে দেন, এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, অপ্রয়োজনে বাজারে জনসমাগম করবে এমন কোন কাজ কে আর বরদাস্ত করা হবেনা, আর রাস্তাঘাটে অপ্রয়োজনে অযথা সাধারণ মানুষ কে রাস্তাঘাটে চলাফেরা করতে দেওয়া হবে না। 

Post Top Ad

Responsive Ads Here