চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির দামপাড়ার বাড়ি লকডাউনের পর এবার তার মেয়ের বাড়িও লকডাউন করে দিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে জেলার সাতকানিয়া উপজেলার পুড়ানগরের বাড়িসহ আশপাশের ১২টি বাড়ি লকডাউন করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের এডিশনাল এসপি হাসান মোল্লাহ।
তিনি জানান, মেয়ে-জামাই ওমরাহ থেকে ফেরার পর করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি তাদের সঙ্গে এ বাড়িতেই ১৪ দিন কোয়ারান্টাইনে ছিলেন। এ কারণে সতর্কতার স্বার্থে আশপাশের ১২টি বাড়িও লকডাউন করা হয়েছে।

