বিশ্বের সাড়ে ২২ লাখ মানুষ করোনায় আক্রান্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ১৮, ২০২০

বিশ্বের সাড়ে ২২ লাখ মানুষ করোনায় আক্রান্ত


মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার এবং আক্রান্তের সংখ্যা সাড়ে ২২ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ খবর জানিয়েছে।


সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনায় বিশ্বে এক লাখ ৫৪ হাজার ২৫৪ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৫১ হাজার ৭৬৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ৭৪ হাজার ৩৮৪ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের প্রায় ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

এদিকে আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বর্তমানে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৭ লাখ ১০ হাজার ২৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ১৭৫ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ৭৪৫ জনের। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪৩৪ জন।

এছাড়া তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৮৩৯ জন।

এদিকে প্রাণঘাতী এই ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৭১৯ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়েছে।







সময়/ডেস্ক/রাজ

Post Top Ad

Responsive Ads Here