ফরিদপুরে দুঃস্থ্যদের প্রতিদিন খাদ্য সহায়তা দিয়ে চলছেন কবি আলিম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ১৮, ২০২০

ফরিদপুরে দুঃস্থ্যদের প্রতিদিন খাদ্য সহায়তা দিয়ে চলছেন কবি আলিম


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র দুঃস্থ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ প্রতিদিন অব্যাহত রেখেছেন ফরিদপুরের মানববতার কবি আলিম আল রাজী আজাদ। 


শনিবার সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুড়ে ঘুড়ে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এসময় শহরের হতদরিদ্র কর্মহীন হয়ে পড়া দরিদ্ররা পরিবার ছাড়াও ইশানগোপালপুর ইউনিয়নের চাদঁপুর, ডিগ্রিচর বারখাদা, লক্ষিদাসের এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। কবি আলীম আল রাজী আজাদ এরই ভিতর ফরিদপুরের মানবতার ফেরিয়ালা হিসেবে পরিচিত পেয়েছেন।


এরআগে কবি আজাদ শহরের অসহায় মানুষের প্রতিদিনের একবার করে খাবার বিতরণ করে আসছিলেন গত পাচঁ মাস যাবত। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে এই কর্মসূচি থেকে সড়ে এসে তিনি প্রতিদিন এভাবে শত হত দরিদ্র মানুষ খুজেঁ বের করে খাদ্য সহায়তা দিয়ে চলছেন।  


এ বিষয়ে আলীম আল রাজী আজাদ বলেন, আল্লাহ আমাকে যতদিন সুস্থ্য রাখবে ততদিন আমি মানুষের জন্য আমার এই ছুটে চলা বহমান থাকবে। তিনি বলেন, আমার জীবন হতদরিদ্র মানুষের জন্য উৎসর্গ করেছি। প্রতিদিন এভাবে দরিদ্র মানুষ খুঁেজ বের করে তাদের সহায়তা করে চলছি এবং সামনেও এটা চালিয়ে যাব বলে তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here