ফরিদপুরের সরকারী নির্দেশনা অমান্য করায় বিভিন্ন জনকে সাজা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ০৫, ২০২০

ফরিদপুরের সরকারী নির্দেশনা অমান্য করায় বিভিন্ন জনকে সাজা


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে সরকারী নির্দেশ অমান্য করায় শনিবার বিভিন্ন জনকে সাজা ও জরিমানা করেছে  ভ্রাম্যমান আদালত। এর ভিতর ৫ জনকে জেল দেয়া হয়েছে। শনিবার আইন অমান্য করায় বিভিন্ন জনের বিরুদ্ধে ১০টি মামলা ও জরিমানা আদায় করা হয় সর্বমোট ২৮ হাজার ৮শত টাকা।   


শনিবার রাত ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার হাসপাতাল এলাকা থেকে দুই ব্যবসায়ীকে দোকান খোলা রাখা ও ঘারুয়া ইউনিয়নের ব্রিজের উপর আড্ডা দেওয়ার অপরাধে ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালত ২৫ (১) সংক্রামণ রোধ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে আইনের ধারায় আড্ডারত ৫ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাঁকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 


এদিকে গত ২৪ ঘন্টায় ০৫ জনকে হোম কোয়ারেন্টাইনে আওতায় আনা হয়েছে। বর্তমানে সর্বমোট হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩১৫ জন। গত ২৪ ঘন্টায় ৪২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ১৪১৭ জনকে। সর্বমোট হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছিলো ১৭৩২ জনকে।

Post Top Ad

Responsive Ads Here