ফরিদপুরের চরভদ্রাসনে ছদ্মবেশ ধারণ করে আসামী ধরায় প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ১৮, ২০২০

ফরিদপুরের চরভদ্রাসনে ছদ্মবেশ ধারণ করে আসামী ধরায় প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসনে সরকারী নির্দেশ অমান্য করে জেলের নৌকায় যাত্রী পারাপারের সাথে জড়িত থাকার অপরাধে এক ব্যক্তিকে দুই মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার বিকেলে এ আদালত পরিচালনা করেন চরভদ্রাসনের সহকারী কমিশনার (ভুমি) ইমদাদুল হক তালুকদার।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, করোনার কারনে সরকারী নির্দেশে চরভদ্রাসনের গোপালপুর-মৈনট ফেরি ঘাটের যাত্রী পারাপার বন্ধ ঘোষনা করা হয়। কিন্তু সরকারী নির্দেশনা অমান্য করে প্রতিদিন জেলের নৌকায় করে যাত্রী পারাপার করছে এমন অভিযোগ উঠে একটি মহলের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয়রা বার বার বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে এই অভিযান হয় বলে জানাগেছে।

এরসাথে জড়িত থাকার অভিযোগে চরঝাউকান্দা ইউনিয়নের গোপালপুর গ্রামের মুকুল সিকদারের ছেলে রফিক সিকদারকে (৪০) আটক করে। এরআগে প্রশাসন একাধিকবার অভিযান চালালেও প্রতিবারই কৌশলে তিনি পালিয়ে যায়। রফিককে ধরতে কৌশল বদল করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমদাদুল হক তালুকদার। তিনি কৃষকের ছদ্মবেশ ধারন করে লুঙ্গি-গামছা ও মাথায় পটচুল পড়ে শুক্রবার বিকেলে কাজী বাড়ী ঘাটে বাদাম খেতে কাজ করতে যান। তার সহযোগীরাও ছদ্মবেশ ধারন করে একই সাথে কাজ করতে থাকেন।

বিকেল ৪টার দিকে একটি জেলের নৌকায় যাত্রী নিয়ে গোপালপুর ঘাটে না থেমে কাজী বাড়ী ঘাটের কাছে গিয়ে যাত্রী নামায়। এসময় রফিক নৌকা থেকে টাকা তুলতে গেলে ছদ্মবেশ ধারন করা নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাতেনাতে তাকে ধরে ফেলেন। পরে সরকারী নির্দেশ অমান্য করায় রফিককে দুইমাসের সাজা প্রদান করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে একজন ম্যাজিষ্ট্রেট এমন ছদ্মবেশ ধারন করে অপরাধীকে আটক করার ঘটনায় জেলা জুরে প্রশংসায় ভাসছেন তিনি। এমন ভাবে আপরাধীকে আটক করা একটি ব্যতিক্রম ঘটনা বলেও অনেকে উল্লেখ করেছেন। 

Post Top Ad

Responsive Ads Here