নড়িয়ায় ৭০ টি হতদরিদ্র পরিবারকে বার্সা'র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২৪, ২০২০

নড়িয়ায় ৭০ টি হতদরিদ্র পরিবারকে বার্সা'র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ


শরীয়তপুর প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের মহামারী দুর্যোগের সময় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বসাকের চর রেডিয়্যান্ট স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন' ( বার্সা)'র উদ্যোগে ৭০ জন অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।শনিবার (২৩ মে) রাতের আঁধারে  ঈদের আনন্দ ভাগাভাগি করতে নদী সিকস্তি ৭০ টি  ছিন্নমূল অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী সেমাই,  চিনি, গুঁড়াদুধ, নুডলস, ভোজ্যতেল ও সাবান পৌঁছে দেয়া হয়। ঈদ সামগ্রী বিতরনের সময় সংগঠনের  সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালযয়ের ছাত্র জাকির হোসেন বলেন, "বসাকের চরের সাবেক ছাত্র যারা আজ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে কর্মরত তাদের নির্দেশনা ও সহযোগিতায় ছাত্রছাত্রীদের মাঝে পড়াশুনায় উৎসাহপ্রদানমূলক কর্মকান্ডের পাশাপাশি মানবিক সাহায্যের অংশ হিসেবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরো বলেন সংগঠনের মূল উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের মাঝে সহযোগিতা ও উৎসাহ প্রদানের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা হলেও মহমারী কোভিড-১৯ এর কারণে বৈশ্বিক বিপর্যয়ে সমাজের বিপর্যস্ত মানুষের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।উল্লেখ্য যে চরআত্রা ইউনিয়নের বসাকের চর গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যায়। 'বিদ্যাই বল, সাধনায় ফল' এই স্লোগানকে বুকে ধারণ করে বসাকের চরের কয়েকজন ছাত্র গড়ে তোলা 'বসাকের চর রেডিয়্যান্ট স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন' ( বার্সা)'।এ সময় সংগঠনের উপদেষ্টাবৃন্দ, সংগঠনের  সদস্য বৃম্দ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here