ভাঙ্গায় বাতিঘর ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২৪, ২০২০

ভাঙ্গায় বাতিঘর ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন


মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ 

ফরিদপুরের ভাঙ্গায় বাতিঘর ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে  মানবতার ডাকে সাড়া দিয়ে বৈশ্বিক করোনার কারনে ক্ষতিগ্রস্থ্য স্বল্প আয়ের অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদের উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরন করেছেন। শনিবার ও রবিবার  অব্যাহত কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার কাউলীবেড়া এলাকায় পর্যায়ক্রমে সংগঠনের সদস্যরা দিনব্যাপী ১ হাজার পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরন করেন। প্রতি বস্তায় বিতরনকৃত সামগ্রীগুলোর মধ্যে ছিল চাল, আলু, ডাল, পেঁয়াজ, তেল,  চিনি, সেমাই। এ্ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ওয়াহিদ হাসান, সাধারন সম্পাদক নাইমুর রহমান মিঠু, সদস্য মাইনুল ইসলাম খান,মামুন মিয়া,উজ্জ্বল হাওলাদার,শারমিন সুলতানা,সোহেল সিকিম,আবু হেনা প্রমুখ। এ প্রসঙ্গে সভাপতি ওয়াহিদ হাসান বলেন, মানবতার টানে সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে এসে দাড়িয়েছি। বর্তমানে সকলেই চরম আর্থিক সংকটে পড়ে বিপদগ্রস্থ্য হয়ে পড়েছেন। যার যতটুকু সামর্থ অনুযায়ী অসহায় হতদরিদ্র ও কর্মহীনদের সাহায্যার্থে সকলেরই এগিয়ে আসা উচিৎ। এজন্য সরকারের পাশাপাশি আমাদেরও এগিয়ে আসা উচিৎ। সরকারের একার পক্ষে বৈশ্বিক মহামারী মোকাবেলা করা কষ্টসাধ্য। তিনি বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের কারনে  আজ অনেকেই ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে । তাই অসহায় মানুষদের পাশে দাড়াবার জন্য কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।  আমি ভবিষ্যতে আমার সামর্থটুকু উজাড় করে দিয়ে এলাকার মানুষের পাশে থাকব।

Post Top Ad

Responsive Ads Here