আলফাডাঙ্গা উপজেলাবাসীকে মহিলা ভাইস চেয়ারম্যানের ঈদ শুভেচ্ছা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ২৫, ২০২০

আলফাডাঙ্গা উপজেলাবাসীকে মহিলা ভাইস চেয়ারম্যানের ঈদ শুভেচ্ছা

 

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ 

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন। 

এক শুভেচ্ছা বার্তায় মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন বলেন, ধর্মপ্রাণ মুসলিমরা পুরো এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে। বিসর্জন, আত্মত্যাগ বা নৈকট্য লাভের মধ্যদিয়ে এই মাসটি অতিবাহিত করে। বিশ্বের মুসলিম উম্মাহর প্রথম সার্বজনীন আনন্দ উৎসব হলো পবিত্র ঈদুল ফিতর। বর্তমান বৈশ্বিক করোনা সংকটে পূর্বের ন্যায় হয়তো ঈদ উৎসব পালন করা হবেনা, তবুও আলফাডাঙ্গা উপজেলার সকল ধর্মপ্রাণ মুসলিমদের সামাজিক দুরুত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। 

তিনি বলেন, এই দিন সকল মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ এক সাথে উপভোগ করে থাকে। সংযমের ব্রত পালনের পর সার্বজনীন মানবতার অবারিত কল্যাণের বার্তা বয়ে আনুক ঈদ-উল-ফিতরে। 

তিনি পবিত্র ঈদুল ফিতরে আলফাডাঙ্গা উপজেলাবাসীসহ দেশ বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


Post Top Ad

Responsive Ads Here