বোয়ালমারীর সরকারী জায়গায় অবৈধ পাকা দোকান ঘর নির্মাণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Thursday, May 28, 2020

বোয়ালমারীর সরকারী জায়গায় অবৈধ পাকা দোকান ঘর নির্মাণ

 


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীর দাদপুর ইউপির চিতারবাজারে অবৈধ সরকারী জায়গায় অবৈধ ভাবে পাকা দোকান ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। 

 

জানা যায়, ওই জায়গায় দীর্ঘদিন ধরে ঘর উত্তোলন করে ব্যবসা করে আসছিল কিছু লোক। পরে বাজার পেরিফেরি হলে গত ২৩ জানুয়ারি তৎকালিন দায়িত্ব থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন ওই দোকান ঘরের কোন কাগজপত্র না থাকায় ঘরগুলো উচ্ছেদ করেন। বর্তমানে ওই উচ্ছেদের জায়গায় সরকারের কাছ থেকে লিজ ছাড়াই ডোবরা গ্রামের বাসিন্দা ছিদ্দিক বিশ্বাস, রামনগর গ্রামের বাসিন্দা খায়ের শেখ পাকা ঘর নির্মাণ করছেন। 

 

এ ব্যাপারে ছিদ্দিক বিশ্বাস বলেন, আমরা এখন পর্যন্ত কোন লিজ নেই নাই। তবে কাগজপত্র প্রস্তুতি করছি লিজের জন্য। খুব তাড়াতাড়ি আবেদন করবো জায়গার জন্য। 


উপজেলা সহকারী কমিশনার সাব্বির আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইন যারা ঘর তুলেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

No comments: