ফরিদপুরের একদিনেই ৩৯ রোগীর করোনা শনাক্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Wednesday, May 20, 2020

ফরিদপুরের একদিনেই ৩৯ রোগীর করোনা শনাক্ত


 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে একদিনের এ পর্যন্ত সংখ্যার হিসেবে সর্বোচ্চ সংখ্যক ৩৯জন রোগির করোনা শনাক্ত হয়েছে। বুধবার দুপুরে ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানাগেছে। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে আলফাডাঙ্গায় সর্বোচ্চ ১৩জন শনাক্ত হয়। এছাড়া নগরকান্দায় ৬জন, বোয়ালমারী ৫জন, সদরপুরে ১জন, ভাঙ্গায় ৩জন, ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসক সহ ৫জন ও ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩ ষ্টার্ফ সহ ৬জন রোগি শনাক্ত হয়েছে।  সব মিলিয়ে এ জেলায় এ পর্যন্ত ১০৭ জন রোগির করোনা শনাক্ত হলো।  


আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, গত সোমবার সকাল ৮টায় উপজেলার চৌরাস্তা এলাকায় একজন পাগল মারা যায়। পরে তারা পাগলটির নমুনা সংগ্রহ করে পাঠালে তারও করোনা পজিটিভ এসেছে। 


সে পুরো আলফাডাঙ্গা ঘুরে বেড়িয়েছে বলে জানায় স্থানীয়রা। এ নিয়ে মোট ১৮ জন করোনা রোগী আক্রান্ত হলো আলফাডাঙ্গাতে। পাগল ১ জন, বাজড়া এলাকায় ৫ জন, কুচিয়াগ্রাম এলাকায় ৫,  চান্দড়া  এলাকায় ১ ও নওয়াপাড়া এলাকায়  ১ জন।


ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান জানান, ফরিদপুরে বুধবার নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ১০৭ জন। তিনি বলেন আমরা এখন আক্রান্তদের বাড়ি গুলোকে লকডাউন সহ করোনার যে নিয়ম রয়েছে সে গুলো গ্রহন করবো। 


এদিকে জেলায় একদিনে এতো বিপুল সংখ্যক রোগি করোনায় শনাক্ত হওয়ায় সর্ব সাধারনের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে।

No comments: