মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Saturday, May 30, 2020

মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু


মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে বারিউজ্জামান লিটু (৫০) নামের ঢাকা ফেরৎ একজনের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার কোলা গ্রামের আবু তাহের এর ছেলে। তিনি ঈদের আগের দিন ঢাকা থেকে মেহেরপুরের নিজ বাড়িতে আসেন। এর পর থেকেই জ্বরে আক্রান্ত হন। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত বুধবার তিনি জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলে গত বৃহস্পতিবার তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। মেহেরপুরে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ মোখলেসুর রহমান এ তথ্য জানান। তিনি  জানান, গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। যেহেতু করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায়  মারা গেছেন সে হিসেবে করোনা আক্রান্ত লাশ হিসেবে স্বস্থবিধি মেনে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দীন বলেন, যেহেতু তার করেনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এ কারনে তার লাশ ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে দাফন করা হবে। এ ছাড়া সে ঢাকা থেকে আসার পর থেকে তার পরিবার হোমকোয়ারেন্টাইনে আছে।

৩০-০৫-২০ (AD)

No comments: