মেহেরপুরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছে পৌর মেয়র রিটন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ৩০, ২০২০

মেহেরপুরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছে পৌর মেয়র রিটন




মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় ও খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া পৌরবাসির দুর্দিনে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন। গতকাল শুক্রবার বিকালে পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৫ নং ও ৭ নং ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র দুই শতাধিক পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর আগে পৌরসভার মেয়র অন্যান্য ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন। এরই ধারাবহিকতায় গতকাল ৫ নং ও ৭ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন,সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরি¯ি’তিতে পৌর এলাকার কোন মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। তিনি আরও বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মেহেরপুরের মানুষ কর্মহীন হয়ে আছে। কবে নাগাদ এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো বলা যা”েছ না। এজন্য ধনী-গরিব,দল-মত নির্বিশেষে সকলের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে। এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল,৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব সহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

৩০-০৫-২০(AD)

Post Top Ad

Responsive Ads Here