মহম্মদপুর প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুরে একটি দোকান ঘরকে কেন্দ্র করে আপন চাচাতো ভাই মোন্তাজ মোল্যা এবং সিদ্দিক মোল্যার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের আট জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ঝামাবাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়স জানা যায়, ঝামা বাজারের কেন্দ্র¯’লে নিজেস্ব জায়গার ওই ঘরটি নিয়ে দীর্ঘদিন ধরে মোন্তাজ মোল্যা এবং সিদ্দিক মোল্যার মাধ্যে দ্বন্দ চলে আসছিল। উভয় পক্ষই ঘরটির মালিকানা দাবি করতেন। এ নিয়ে মামলাও প্রক্রিয়াধীন। ঘটনার দিন সকালে সিদ্দিক মোল্যার ছেলেরা ঘরটি মেরামত করার জন্য ঘটনা¯’লে আসলে মোন্তাজ মোল্যার ছেলেরা বাদী হয়। এ নিয়ে ঘটনা¯’লেই উভয় পক্ষের সংঘর্ষ হয়। এতে আহত হয় উভয়পক্ষের আটজন।
আহতরা হলো- সোহেল মোল্যা, মাসুদ মোল্যা, সেলিম মোল্যা, আলিরাজ মোল্যা, কুদ্দুস মোল্যা, নুর ইসলাম, আমিনুর, হাজি আঃ মান্নান। এদের মধ্যে মাসুদ মোল্যার আহত গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিপার্ট করা হয়েছে। বাকিরা মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে
ভর্তি রয়েছে বলে আবাসিক মেডিকেল অফিসার ডা: আবু আহসান জানান।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারি হয়েছে। তবে কেউ এখনো পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩০-০৫-২০ (AD)