বড়াইগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচীর পরিকল্পনা সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ৩০, ২০২০

বড়াইগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচীর পরিকল্পনা সভা অনুষ্ঠিত


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: 
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার নাগরিকদের জন্য সরকারের বিশেষ খাদ্য বান্ধব কর্মসূচী (ওএমএস) সংক্রান্ত এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বনপাড়া পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এই পরিকল্পনা সভায় সভাপত্বি করেন পৌর মেয়র কেএম জাকির হোসেন। অন্যদের মধ্যে উপস্থতি ছিলেন পৌর সচিব আব্দুল হাই,  বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ। সভায় ১০ টাকা কেজি দরে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণের জন্য তৃতীয় ধাপের ১ হাজার ৮শত জন সুবিধাভোগীর নাম নির্বাচনের পরিকল্পনা করা হয়। এর আগের দুইটি ধাপে দুই হাজার চারশত জনের মধ্যে এই সুবিধা চলমান রয়েছে।    

৩০-০৫-২০(AD)

Post Top Ad

Responsive Ads Here