ফরিদপুর জেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ২৯, ২০২০

ফরিদপুর জেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি


 

ফরিদপুর প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষক বাঁচাও, দেশ বাঁচাও- এই শ্লোগানে ফরিদপুর জেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে শহরের গোয়ালচামট এলাকার শ্রীঅঙ্গণ হতে এই বৃক্ষ রোপণ শুরু করে বিভিন্ন স্থানে প্রায় ৫০০ গাছের চারা রোপণ করা হয়। 


বৃক্ষরোপনের উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. প্রদিপ কুমার লক্ষণ, সিনিয়র সহ সভাপতি প্রফেসর আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হুসাইন প্রমূখ। 

জেলা কৃষকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, মুজিব বর্ষ উপলক্ষে ফরিদপুর জেলা কৃষকলীগ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।তারই অংশ হিসাবে জেলার বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ শুরু করেছি। পর্যায়ক্রমে থানা ও ইউনিয়নগুলোতেও এ অভিযান চলবে। আমাদের এই কর্মসূচি তিন মাস অব্যহত থাকবে।

Post Top Ad

Responsive Ads Here