চরভদ্রাসনে প্রকৃতি প্রেমী অধরার গল্প - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ২৯, ২০২০

চরভদ্রাসনে প্রকৃতি প্রেমী অধরার গল্প


 

মো. মনির হোসেন পিন্টু :       
“জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ইশ্বর” স্বামী বিবেকানন্দ-এর এই বাণী প্রতিফিলিত হয়েছে স্বোপার্জিতা হক অধরার নামের সাদা মনের একজন শিশুর মাঝে। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদারের কণ্যা অধরা। প্রকৃতি ও পশু-পাখিকে কমবেশি অনেকেই ভালোবাসে।


কিন্তু পাখির প্রতি ভালোবসার প্রকাশের ধরণটা একেক জনের ক্ষেত্রে একেক রকম। কেউ বাসা-বাড়ির খাচাঁয় পাখি পুষতে ভালোবাসেন, আবার কেউ খাঁচার পাখিকে মুক্ত করে দিয়ে আনন্দ পান। অধরা তেমনি এক পাখি প্রেমী মানুষ। 


তাইতো অধরা আজ সোমবার (২৯জুন) সকালে উপজেলার আবাসিক এলাকায় একটি আহত পাখির ছানা’কে উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে উপজেলা প্রানীসম্পদ দপ্তরে নিয়ে যায়। সেখানে সে পাখির ছানাটিকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অধরা চিকিৎসাধীন পাখির ছানা’টিকে দেখভাল করার জন্য নিজের কাছে নিয়ে আসেন।

Post Top Ad

Responsive Ads Here