মেহেরপুরের আশরাফপুর থেকে চুরি হওয়া ট্রাক্টর গাংনীতে উদ্ধার চোর আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ২৯, ২০২০

মেহেরপুরের আশরাফপুর থেকে চুরি হওয়া ট্রাক্টর গাংনীতে উদ্ধার চোর আটক

মেহের আমজাদ,মেহেরপুরঃ
মেহেরপুর সদর উপজেলা আশরাফপুর গ্রাম থেকে শুক্রবার রাতে চুরি হয়ে যাওয়া ট্রাক্টর গাংনী থেকে উদ্ধার করা হয়েছে। গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চোখতোলা নামক স্থান থেকে ট্রাক্টরটি উদ্ধার করে এবং চোর জান্নাতুল ইসলামকে (২৩) আটক করে। জান্নাতুল ইসলাম যশোর জেলার অভয়নগর থানার দিঘির পাড়া গ্রামের রমিজুল ইসলামের ছেলে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, গত শুক্রবার (২৬/০৬/২০২০ ইং) তারিখ রাতে মেহেরপুর সদর থানার আশরাফপুর গ্রাম থেকে চুরি হওয়া ১২ লক্ষ টাকা মূল্যের মাহিন্দ্রা ট্রাক্টরটি মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয় গোপন তথ্যের ভিত্তিতে গাংনী থানা পুলিশ জানালে গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে গাংনী উপজেলার চোখ তোলা নামক স্থান থেকে উদ্ধার করা হয় এবং ট্রাক্টর চুরির সাথে জড়িত চোর জান্নাতুল ইসলামকে আটক করা হয়। আটক জান্নাতুল এর বিরুদ্ধে ট্রাক্টর চুরির মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।


29-06-2020 (AT)

Post Top Ad

Responsive Ads Here